SSC 2022 Mathematics Assignment Solution (9th week)
এসএসসি ২০২২ গণিত অ্যাসাইনমেন্ট সমাধান – ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য এসএসসি ২০২২ নবম সপ্তাহ গণিত এসাইনমেন্ট প্রশ্ন প্রকাশিত হয়েছে। ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীরা ৯ম সপ্তাহের গণিত এসাইনমেন্ট সমাধান করে তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারবে। চলমান Covid-19 মহামারীর কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক পুনর্বিন্যাস কৃত পাঠ্যসূচির ভিত্তিতে শিক্ষার্থীদের শিখন কার্যক্রমে পুরোপুরি সম্পৃক্তকরণ ও ধারাবাহিক মূল্যায়ন এর আওতায় আনার জন্য নবম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। ২৬ শে জানুয়ারি ২০২২ থেকে নবম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হবে।
এসএসসি ২০২২ ৯ম সপ্তাহ গণিত অ্যাসাইনমেন্ট উত্তর
বিভিন্ন সময় বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করে শিক্ষা মন্ত্রণালয় সারা দেশের সকল শিক্ষা কার্যক্রম চালু রেখেছে। এরই ধারাবাহিকতায় ২৫ জানুয়ারি ২০২২ তারিখে এসএসসি ২০২২ গণিত এসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। এসএসসি ২০২২ গণিত অ্যাসাইনমেন্ট উত্তর সম্পর্কিত নির্দেশনা আমরা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করেছি। শিক্ষার্থীরা গণিত বিষয়ে পারদর্শী হয়ে ওঠার জন্য এই মহামারীর সময় শিক্ষা মন্ত্রণালয় এসাইনমেন্ট এর ব্যবস্থা করেছেন। আমাদের ওয়েবসাইটে অ্যাসাইনমেন্ট এর নমুনা উত্তর প্রকাশিত হয়েছে। এই উত্তর দেখে শিক্ষার্থীরা এসাইনমেন্ট এর সমাধান কিভাবে করতে হবে সে সম্পর্কে ধারনা পাবেন। এসএসসি ২০২২ গণিত এসাইনমেন্ট উত্তর
এসএসসি গণিত নবম সপ্তাহ অ্যাসাইনমেন্ট সমাধান ২০২২
নবম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট এবার গণিত বইয়ে সম্পর্কে প্রকাশিত হয়েছে। এসএসসি ২০২২ গণিত মূলত যে সকল পরীক্ষার্থী বিদ্যালয়ে সকল বিভাগ নিয়ে পড়াশোনা করেছেন তাদের জন্য। সকল বিভাগের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গণিত । গণিত সম্পর্কে এবার এসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। এসএসসি ২০২২ গণিত অ্যাসাইনমেন্ট সমাধান
গণিত এসাইনমেন্ট এর কাজ
- পেন্সিল কম্পাস ব্যবহার করে ৬০° , ৭৫° ও ১৩৫° কোন আঁকো
- তোমার আয়তাকার পড়ার টেবিল এর দৈর্ঘ্য ও প্রস্থ পরিমাপ করে লিপিবদ্ধ করো
নবম সপ্তাহের এসএসসি ২০২২ গণিত এসাইনমেন্ট এর শিখনফল
- প্রদত্ত উপাত্ত ব্যবহার করে চতুর্ভুজ ট্রাপিজিয়াম অংকন করতে পারবে
- প্রদত্ত উপাত্ত ব্যবহার করে ত্রিভুজ অঙ্কন করতে পারবে
এসএসসি ২০২২ গণিত নবম সপ্তাহ অ্যাসাইনমেন্ট প্রশ্ন
এসএসসি ২০২২ গণিত অ্যাসাইনমেন্ট সমাধান এর নির্দেশনা
- এখন একটি ট্রাপিজিয়াম আকৃতি টেবিলের উপরিতলের আনুপাতিক চিত্র আঁক যার সমান্তরাল বাহু দুইটি হবে তোমার আয়তাকার পড়ার টেবিলের দৈর্ঘ্য প্রস্থ এর সমান এবং ট্রাপিজিয়ামের ক্ষুদ্রতর বাহু (টেবিলের প্রস্থ) সংলগ্ন দুটি কোণের একটি হবে ৭৫°এর সম্পূরক এবং অপরটি ১৩৫° হবে। (পাঠ্যবইয়ের উদাহরণ 3 পৃষ্ঠা নম্বর 147 সাহায্য নেবে। প্রয়োজনে ক্ষুদ্রতর বাহুকে বর্ধিত করে কেটে তার ওপর একটি সামান্তরিক একে চেষ্টা করবে।)
- ABCD একটি চতুর্ভুজের আনুপাতিক চিত্র আঁক। যেখানে AB=টেবিলের দৈর্ঘ্য, BC= টেবিলের প্রস্থ , (পাঠ্য বইয়ের অনুশীলনী 7.2 এর 11 নম্বর কে অনুসরণ করবে)
- একটি ত্রিভুজ আঁক যার ভূমি তোমার টেবিলের প্রস্থের সমান। ভূমি সংলগ্ন একটি কোণ 135° এবং অপর দুই বাহুর সমষ্টি তোমার টেবিলের দৈর্ঘ্যের সমান। (পাঠ্যবইয়ের 138 পৃষ্ঠার সম্পাদ্য 1 অনুসরণ করবে)
শিক্ষার্থীরা নিজের মতো করে নির্দেশনা মেনে এসএসসি ২০২২ গণিত অ্যাসাইনমেন্ট সমাধান করবেন। আমাদের ওয়েবসাইটে নবম সপ্তাহের এসএসসি ২০২২ গণিত এসাইনমেন্ট সমাধান নমুনা হিসেবে প্রকাশিত হয়েছে।