SSC

[Update] SSC Agriculture Suggestion 2022 All Board। PDF [100% Common]

SSC Agriculture Suggestion 2022: All SSC students are searching for SSC Agriculture suggestion 2022. But the most reliable SSC Suggestion for Agriculture is here on our website. Suggestions are a very important thing for an examinee. Therefore, all students should prepare for the exam by making separate suggestions for each subject. All SSC Agriculture Suggestions 2022 with updated for 2022.

In Our education system, students of SSC need suggestion of Agriculture 2022. We know that student can do well without suggestions. Simply put, a student is like a lost traveler without suggestions, because the ones that will come to the test are given in the suggestions. And very little is found without suggestions. So the suggestion of SSC Agriculture is here.

SSC Agriculture Exam Suggestion 2022

Agriculture SSC short suggestion 2022: The suggestion is a thing that if followed a student is likely to get much better results. So the only reason to get good results is to follow the suggestions. Of all the subjects in science, Agriculture is the most difficult. So to get good results in Agriculture you will definitely need suggestions, good results cannot be expected without suggestions. You can find all suggestions for SSC 2022 in this website.

SSC Agriculture Short Suggestion 2022

We are also going to discuss the SSC Agriculture question for all the students of Bangladesh. All education boards of bd named Dinajpur, Comilla, Barisal, Dhaka, Rajshahi, Chittagong, Sylhet, and Jessore will be satisfied with this SSC 2022 Agriculture suggestion. Suggestions are basically a list of many important questions. It can be the name of an important chapter without being a question.

Those who are examinees do not know where the examination questions will be prepared from or which questions will come up in the examination. That’s why if you want to get good results, you must follow the suggestions.

SSC Agriculture Suggestion PDF Download

If you do a little research, all the students who have done well in the past have followed the suggestions. They further say that if they had not followed the suggestions, they would not have been able to achieve the desired results. So if you want to get good results as a student then you must follow a suggestion.

SSC Agriculture suggestion 2022

শিক্ষার্থী বন্ধুরা,

যে কোনো সৃজনশীল এ ‘ক’ ও ‘খ’ নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ ।যে সৃজনশীলের ‘ক’ ও ‘খ’ নম্বর প্রশ্নের উত্তর জানা নাই সেই সৃজনশীল প্রশ্নের উত্তর কখনো লিখবে এতে লেখার মান ও নম্বর অবশ্যই কমে যাবে।

যে অধ্যায়গুলো পরীক্ষায় আছে দেখে নাও ।

অধ্যায়বিষয়বস্তু
১মকৃষি প্রযুক্তি
২য়কৃষি উপকরন
৪র্থকৃষিজ উৎপাদন

সৃজনশীল-এর গুরুত্বপূর্ণ

জ্ঞানমূলক প্রশ্ন । নৈর্ব্যক্তিক প্রশ্ন। (‘ক’ নম্বরের জন্য)

১ম অধ্যায়: কৃষি প্রযুক্তি

১। কৃষি প্রযুক্তি কী?
উত্তর: কৃষিকাজ করার জন্য যেসব ধারণা, পদ্ধতি, যন্ত্র বা জিনিসপত্র ব্যবহার করা হয়, সেগুলোই কৃষি প্রযুক্তি। যেমন-ট্রাক্টর, সবুজ সার ইত্যাদি কৃষি প্রযুক্তির অন্তর্ভুক্ত

২। জিওল মাছ কী?
উত্তর: যে সকল মাছের দেহে ফুলকা ছাড়াও অতিরিক্ত শ্বসনতন্ত্র থাকে, যার মাধ্যমে তারা বাতাস থেকে সরাসরি অক্সিজেন নিতে পারে, সেগুলোই জিওল মাছ।

৩। বীজ শুকানো অর্থ কী?
উত্তর: বীজ শুকানো অর্থ হলো বীজ থেকে অতিরিক্ত আর্দ্রতা সরানো বা পরিমিত মাত্রায় আনা।

৪। বীজ কী?
উত্তর: উদ্ভিদের বংশবিস্তারের জন্য যে অংশ ব্যবহার হয় তাই হলো বীজ।

৫। মৌল বীজ কী?
উত্তর: সকল বংশগত গুণাগুন রক্ষা করে যে বীজ উৎপাদন করা হয় তাকে মৌল বীজ বলে ।

৬। জমি চাষ কী?
উত্তর: ফসল ফলানোর উদ্দেশ্যে যন্ত্রপাতির সাহায্যে জমির উপরের স্তরের মাটি আলগা করাই হলো জমি চাষ ।

৭। ধান চাষে কয় ধরনের বীজতলা তৈরি করা হয়?
উত্তর: ধান চাষে চার ধরনের বীজতলা তৈরি করা হয়।

৮। জমি প্রস্তুতির প্রথম ধাপ কোনটি?
উত্তর: ভূমি কর্ষণ।

৯। সাইলোপিট কী?
উত্তর: সাইলেজ তৈরির জন্য সংগৃহীত ঘাস কেটে যে বায়ু নিরোধক স্থান বা গর্তে রাখা হয় তাই হলো সাইলোপিট।

১০। মাটি কাকে বলে?
উত্তর: ভূ-পৃষ্ঠের নরম স্তর যেখানে ফসল জন্মায়, বন সৃষ্টি হয়, গবাদিপশু বিচরণ করে তাকেই মাটি বলে।

১১। বীজ প্রক্রিয়াজাতকরণ কী?
উত্তর: ফসলের দানাকে বীজে পরিণত করা এবং বীজের উন্নতমান ও অঙ্কুরোদগম ক্ষমতাকে বজায় রাখার জন্য বীজের সর্বপ্রকার পরিচর্যা করাই হলো বীজ প্রক্রিয়াজাতকরণ।

১২। সম্পূরক খাদ্য কাকে বলে?
উত্তর: প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি মাছের দ্রুত বৃদ্ধির জন্য যে অতিরিক্ত খাদ্য দেওয়া হয় তাকে সম্পূরক খাদ্য বলে।

১৩। কৃষিকাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি?
উত্তর: জমি প্রস্তুত করা।

১৪। কন্টোর পদ্ধতি কাকে বলে?
উত্তরঃ পাহাড়ের ঢালে আড়াআড়ি সমন্বিত লাইনে জমি চাষ করাকে কন্টোর পদ্ধতি বলে।

১৫। FCR-এর পূর্ণ রূপ কী?
উত্তর: FCR-এর পূর্ণ রূপ Food Conversion Ratio.

১৬। অ্যালজি কী?
উত্তর: অ্যালজি হলো এককোষী বা বহুকোষী উদ্ভিদ ।

১৭। হাম পুলিং কী?
উত্তর: মাটির উপরে গাছের সম্পূর্ণ অংশ উপড়ে ফেলাই হলো হাম পুলিং ।

১৮। কর্ষণ কাকে বলে?
উত্তর: চাষাবাদের জন্য মাটিকে যে প্রক্রিয়ায় খুঁড়ে বা আঁচড়ে আগাছামুক্ত, নরম, আলগা ও ঝুরঝুরা করা হয় তাকে কর্ষণ বা ভূমি কর্ষণ বলে ।

১৯ । কোন সময় পুকুরে খাবার প্রয়োগ সাময়িকভাবে বন্ধ রাখতে হয়?
উত্তর: পুকুরের পানি অত্যধিক সবুজ হয়ে গেলে খাবার প্রয়োগ সাময়িকভাবে বন্ধ রাখতে হয়।

২০। দানাদার খাদ্য কাকে বলে?
উত্তর: যে খাদ্যে কম পরিমাণ আঁশ বেশি পরিমাণে শক্তি পাওয়া যায় তাই দানাদার খাদ্য।

২১। কৃষকের ভাষায় মাটি কী?
উত্তর: কৃষকের ভাষায় ‘ ১৫-১৮ সেমি গভীর স্তরকে মাটি বলা হয়।

২২। গম চাষের pH মান ২/ গম চাষের জন্য pH মান কত হওয়া উচিত?
উত্তর: গম চাষের pH মান ৬.০-৭.০।

২৩। ভূমিক্ষয় কী?
উত্তর: বিভিন্ন প্রাকৃতিক বা মানবসৃষ্ট কারণে ভূ-পৃষ্ঠের উপরিভাগের মাটি সরে অন্যস্থানে চলে যাওয়াকে ভূমিক্ষয় বলে ।

২৪। পাহাড়ি জমির pH মান কত?
উত্তর: পাহাড়ি জমির pH মান ৫-৫.৭।

২৫। কাফ স্টার্টার কী?
উত্তর: বাছুরের উপযোগী বিশেষ দানাদার খাদ্য মিশ্রণ যাতে ২০% এর অধিক পরিপাচ্য আমিষ ও ১০% এর কম আঁশযুক্ত খাদ্য থাকে তাকেই বলে কাফ স্টার্টার।

২য় অধ্যায়: কৃষি উপকরণ

১। সুষম খাদ্য কাকে বলে?
উত্তর: খাদ্যে সকল পুষ্টি উপাদান সমানুপাতিক হারে বিদ্যমান থাকলে তাকে সুষম খাদ্য বলে।

২। জু-প্লাংকটন কী?
উত্তর: জু-প্লাংকটন হলো পানিতে মুক্তভাবে ভাসমান অণুবীক্ষণিক প্রাণিকণা ।

৩। কৃষিতাত্ত্বিক বীজ কী?
উত্তর: উদ্ভিদের যেকোনো অংশ যা উপযুক্ত পরিবেশে একই জাতের নতুন উদ্ভিদের জন্ম দিতে পারে, তাকে কৃষিতাত্ত্বিক বীজ বলে।

৪। মাছ চাষের জন্য পুকুরের প্রতি লিটারে পানিতে কী পরিমাণ দ্রবীভূত অক্সিজেনের প্রয়োজন ?
উত্তর: কমপক্ষে ৫ মিলিগ্রাম।

৫। মহুয়ার খৈল বা রোটেনন কী?
উত্তর: মহুয়ার খৈল বা রোটেনন হলো রাক্ষুসে মাছ বিষ। করণের জন্য পানিতে ব্যবহৃত মাছ মারার

৬। পুকুর কাকে বলে?
উত্তর: পুকুর হচ্ছে ছোট ও অগভীর জলাশয় যেখানে নিয়ন্ত্রিত উপায়ে মাছ চাষ করা হয় এবং প্রয়োজনে একে শুকিয়ে ফেলা যায় ।

৭। মুরগি খামার পরিচালনায় কোন খাতে খরচ বেশি হয়?
উত্তর: খাদ্য খাতে।

৮। রগিং কী?
উত্তর: বীজ বপনের পরে চারা গজাে কাঙ্ক্ষিত চারা রেখে অন্য জাতের চারা বা আগাছ তুলে ফেলাকে রগিং বলে।

৯ । ইলিশ প্রজনন ক্ষেত্রগুলোতে কোন সময় মাছ ধরা নিষেধ?
উত্তর: ১৫ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত।

১০। ফসটক্সিন কী?
উত্তর: ফসটক্সিন হলো এক ধরনের রাসায়নিক বিষ যা দ্বারা মাছ মারা হয়।

১১। বর্তমানে দেশে মোট কতটি মৎস্য অভয়াশ্রম আছে?
উত্তর: ৫০০টি।

১২। অঙ্গজ বীজ কাকে বলে?
উত্তর: উদ্ভিদের পাতা, কাণ্ড, কুঁড়ি, শিকড় ইত্যাদি যে সকল অংশ বংশ বিস্তারের উপকরণ হিসেবে ব্যবহৃত হয়, তাদেরকে অঙ্গজ বীজ বলে।

১৩। ডিম পোনা কাকে বলে?
উত্তর: ডিম ফোটার পরের অবস্থাকে বলে ডিমপোনা।

১৪। কারেন্ট জাল বা ফাঁস জাল কী?
উত্তর: কারেন্ট জাল বা ফাঁস জাল হলো ৪৫ সেমি বা তার কম ব্যাস বা দৈর্ঘ্য বিশিষ্ট জাল ।

১৫। একটি ফাইটোপ্লাংকটনের নাম লিখ ।
উত্তর: ক্লোরেলা।

১৬। বীজ জমি পৃথকীকরণের উদ্দেশ্য কী?
উত্তর: বীজ জমি পৃথকীকরণের উদ্দেশ্য হচ্ছে শস্য বীজের সাথে যেন অন্য জাতের বীজের সংমিশ্রণ না ঘটে।

১৭। বকচর কী?
উত্তর: মাছ চাষের পুকুরের উপরিতলের ধার ও পাড়ের মধ্যবর্তী যে স্থানটুকু ফাঁকা রাখা হয় তাই বকচর।

১৮। বেনথোস কী?
উত্তর: পুকুরের তলদেশে কাদার উপরে বা ভিতরে যেসব জীব থাকে তারাই হলো তলবাসী বা বেনথোস।

১৯। নেকটন বলতে কী বোঝায় ?
উত্তরঃ যারা পানিতে মুক্ত ভাবে সাতার কাটতে পারে এবং পানিতে ঘুরে বেড়ায় এবং খাদ্য খুঁজে খায়।

২০। স্থায়ী পুকুর কাকে বলে?

উত্তর: যে পুকুরে সারা বছর পানি থাকে, অধিক গভীর হয় এবং এঁটেল ও দোআঁশ মাটি দ্বারা গঠিত তাকে স্থায়ী পুকুর বলে ।

২১। রুই মাছ কোন স্তরের খাবার খায়?
উত্তর: রুই মাছ মধ্যস্তরের খাবার খায় ।

২২। মাটির জো কী?
উত্তর: বৃষ্টি বা সেচের পর মাটির যদি হাতের আঁচড়ে ঝুরঝরে হয়ে যায় তাহলে এ অবস্থাকে বলে মাটির জো ।

২৩। আলুর জমিতে শেষ চাষের পূর্বে কোন ঔষধ মাটিতে মিশিয়ে দিতে হয়?
উত্তর: স্টেবল ব্লিচিং পাউডার।

২৪। আঁতুড় বা নার্সারি পুকুর কাকে বলে?
উত্তর: যে পুকুরে রেণু পোনা ছেড়ে ধানী পোনা পর্যন্ত বড় করা হয় তাকে আঁতুড় পুকুর বলে।

২৫। মৎস্য অভয়াশ্রম কী?
উত্তর: কোনো জলাশয়ের নির্দিষ্ট অংশে নির্দিষ্ট সময়ে সারা বছর বা দীর্ঘ মেয়াদে স্থায়ীভাবে মাছ ধরা নিষেধ করে নিরাপদ আশ্রয় ও প্রজননের ব্যবস্থা করা হয় তাকে মৎস্য অভয়াশ্রম বলে।

২৬। হে তৈরির জন্য কোন ধরনের ঘাস উপযোগী?
উত্তর: হে তৈরির জন্য শিম গোত্রীয় ঘাস যেমন-সবুজ খেসারি, মাসকলাই বেশি উপযোগী।

৪র্থ অধ্যায়: কৃষিজ উৎপাদন

১। কোন ধরনের জমিতে ধান ফসল ভালো হয়?
উত্তর: উঁচু, মাঝারি, নিচু সব ধরনের জমিতেই ধানের ফলন ভালো হয় ।

২। ফসলের শত্রু কী?
উত্তর: ফসলের প্রধান শত্রু হচ্ছে পোকা ।

৩। আধুনিক ধান কাকে বলে?
উত্তর: উফশী ধানে বিশেষ গুণাগুন যেমন রোগবালাই সহনশীলতা, জীবনকাল, খরা ও লবণাক্ত সহিষ্ণুতা ইত্যাদি সংযোজিত হলে তাকে আধুনিক ধান বলে।

৪। দেশি পাটের জাতের নাম উল্লেখ করো ।
উত্তর: দেশি পাটের জাত হলো -সিভিএল-১, সিভিই-৩, সিসি-৪৫, ডি-১৫৪, এটম পাট-৩৮ ইত্যাদি ।

৫। পাটের জাত উন্নয়নকারী প্রতিষ্ঠানের নাম লিখ ।
উত্তর: বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (BJRI)

৬। ধানের কয়েকটি স্থানীয় জাতের নাম লিখ।
উত্তর: টেপি, গিবরি, দুধসর, লতিশাইল ইত্যাদি

৭। শুধু আমন মৌসুমে চাষ করা হয় এরূপ জাতের সংখ্যা কতটি?
উত্তর: ২৭ টি।

৮। সমন্বিত মাছ চাষ কাকে বলে?
উত্তর: সমন্বিত চাষে যখন মাছের সাথে অন্য ফসলের চাষ করা হয় সেটাই হলো সমন্বিত মাছ চাষ ।

৯। রাক্ষুসে মাছ কাকে বলে?
উত্তর: যে সমস্ত মাছ অন্যান্য মাছকে খেয়ে ফেলে তাদেরকে রাক্ষুসে মাছ বলে।

১০। টুংরো রোগের কারণ?
উত্তর: ভাইরাসের আক্রমণের ফলে টুংরো রোগ হয়।

১১। টরি-৭ কী?
উত্তর: সরিষার একটি জাতের নাম হলো টরি-৭।

১২। কোন মৌসুমে ধানের ফলন বেশি হয়?
উত্তর: বোরো মৌসুমে ।

১৩। ডিম বেগুনের অপর নাম কী?
উত্তর: বারমাসী কালো ও সাদা বর্ণের জাত হলো ডিম বেগুনের অপর নাম

১৪। সংক্রামক রোগ কাকে বলে?
উত্তর: যে সকল রোগ রোগাক্রান্ত পশু হতে সুস্থ পশুর দেহে সংক্রমিত হয় তাকে সংক্রামক রোগ বলে।

১৫। ক্যাটফিশ কী?
উত্তর: সিলুরিফরমিস বর্গের অন্তর্ভুক্ত মাছ যাদের শরীরে আঁশ নেই এবং মুখে বিড়ালের ন্যায় লম্বা গোঁফ বা শুঁড় আছে তাদেরকে ক্যাটফিশ বলে।

১৬। মাছের পেটফোলা রোগ কী জনিত রোগ?
উত্তর: ব্যাকটেরিয়াজনিত রোগ।

১৭। হাঁস পালনের সবচেয়ে সহজ পদ্ধতি কী?
উত্তর: উন্মুক্ত পদ্ধতি।

১৮। একটি ছত্রাকনাশকের নাম লিখ।
উত্তর: একটি ছত্রাকনাশকের নাম হলো থিওভিট।

১৯। বিছাপোকা কোন ফসলে আক্রমণ করে?
উত্তর: বিছাপোকা পাট ফসলে আক্রমণ করে ।

২০। বাঁশ কোন ধরনের উদ্ভিদ?
উত্তর: বাঁশ ঘাস জাতীয় উদ্ভিদ।

২১। বীজ শোধন কাকে বলে?
উত্তর: কোনো রাসায়নিক দ্রব্য প্রয়োগ করে ফসলের বীজকে জীবাণুমুক্ত করার পদ্ধতিকে বীজ শোধন বলে।

২২। BRRI কী?
উত্তর: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। (Bangladesh Rice Research Institute).

২৩। মাসকলাইয়ের হলদে মোজাইক ভাইরাসের বাহক কী?
উত্তর: সাদা মাছি।

২৪। নারিকেলের কচি ফলকে কী বলা হয়?
উত্তর: নারিকেলের কচি ফলকে ডাব বলে ।

২৫। পশুর আবাসন কাকে বলে?
উত্তর: সুস্থভাবে বেঁচে থাকার জন্য এবং অধিক উৎপাদনের জন্য অধিকতর আরামদায়ক পরিবেশে পশুকে আশ্রয় প্রদানকে গৃহপালিত পশুর আবাসন বলে।

২৬। চারা গজানোর কত দিনের মধ্যে সরিষার গাছ পাতলাকরণ করতে হয়?
উত্তর: ১০-১৫ দিনের মধ্যে।

২৭। সাকার কী?
উত্তর: সাকার হলো মাতৃগাছের গোড়া থেকে বের হওয়া নতুন চারাগাছ যা বৃদ্ধির প্রথম পর্যায়ে মাতৃগাছ থেকেই খাদ্য গ্রহণ করে।

কৃষি ১ম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন (সৃজনশীল)

সৃজনশীল প্রশ্ন ১ : জনাব সালাউদ্দিন গরুর খামার দেন। এটি লাভজনক না হওয়ায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শ নেন। কর্মকর্তা খামারের গরুগুলোকে ইউরিয়া মোলাসেস খড় খাওয়ানোর পরামর্শ দেন। প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শ অনুযায়ী কাজ করায় খামারটি পরবর্তীতে লাভজনক খামার হিসেবে প্রতিষ্ঠিত হয়।

ক. হাম পুলিং কী?
খ. অ্যালজি একটি সম্ভাবনাময় পুষ্টিকর খাদ্য কেন?
গ. সালাউদ্দিন কীভাবে ইউরিয়া মোলাসেস খড় তৈরি করেছেন? ব্যাখ্যা করো।
ঘ. প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শের যৌক্তিকতা বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ২ : বীজ সংরক্ষণে আর্দ্রতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই কথা বলে কৃষি কর্মকর্তা ২৫০ গ্রাম গম বীজের নমুনা সংগ্রহ করলেন। ওভেনে শুকানোর পর এর ওজন পাওয়া গেল ২০০ গ্রাম। এরপর তিনি সূত্র ব্যবহার করে উক্ত বীজের আর্দ্রতার শতকরা হার নির্ণয় করলেন।

ক. বীজ সংরক্ষণ কাকে বলে?
খ. বীজের মান নিয়ন্ত্রণ বলতে কী বুঝায়? ব্যাখ্যা কর।
গ. কৃষি কর্মকর্তার সংগৃহীত বীজের আর্দ্রতার হার নির্ণয় কর।
ঘ. উত্ত পদ্ধতিটি বীজ সংরক্ষণের জন্য কতটুকু উপযোগী তা বিশ্লেষণ কর।

সৃজনশীল প্রশ্ন ৩ : কৃষক মালেক উপকূলীয় অঞ্চলে নিজ জমিতে বিভিন্ন ধরনের ফসল চাষ করেন। উৎপাদিত ফসলের কিছু অংশ তিনি নিজে ব্যবহার করেন এবং বাকিটা বিক্রি করে ছেলে-মেয়েদের লেখাপড়াসহ অন্যান্য খরচ মিটান। গত বছর ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে তার ফসল ও মাছের ব্যাপক ক্ষতি হয়েছে।

ক. কৃষকের ভাষায় মাটি কী?
খ. টমেটো চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য লিখ।
গ. উপকূলীয় এলাকায় চাষযোগ্য ফসলের বর্ণনা দাও।
ঘ. মালেকের এলাকাটি দেশের অন্যান্য মৃত্তিকাভিত্তিক অঞ্চলগুলো থেকে আলাদা–উত্তিটির মূল্যায়ন করো।

সৃজনশীল প্রশ্ন ৪ : গত রবি মৌসুমে একজন কৃষক তার দুই বিঘা জমিতে মাসকলাই চাষ করেন। এর মধ্যে এক বিঘা জমির মাসকলাই সবুজ অবস্থায় সংরক্ষণ করার পরিকল্পনা করেন, যাতে প্রতিকূল ও বিরূপ পরিবেশে তার গবাদিপশুর খাদ্য চাহিদা পূরণ করা যায়।

ক. দানাদার খাদ্য কাকে বলা হয়?
খ. পশুপাখির খাদ্য সংরক্ষণের প্রধান উদ্দেশ্যটি ব্যাখ্যা করো।
গ. উক্ত কৃষকের পরিকল্পনাটি বাস্তবায়নের প্রক্রিয়াটি ব্যাখ্যা করো।
ঘ. উক্ত কৃষকের পরিকল্পনাটির গুরুত্ব বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৫ : সিয়াম পাঁচটি গর্ভবর্তী গাভি নিয়ে একটি খামার গড়ে তোলেন। স্থানীয় প্রাণিসম্পদ কর্মকর্তা সিয়ামকে থৈলের বিকল্প হিসেবে অ্যালজি খাওয়ানোর পরামর্শ দেন এবং এর উৎপাদন ও খাওয়ানোর কৌশল শিখিয়ে দেন।

ক. অ্যালজি কী?
খ. চিংড়িকে সন্ধ্যায় খাবার দিতে হয় কেন?
গ. সিয়াম তার গাড়ির খাদ্য কীভাবে তৈরি করবেন তা ব্যাখ্যা করো।
ঘ. প্রাণিসম্পদ কর্মকর্তার দেওয়া পরামর্শের যৌক্তিকতা মূল্যায়ন করো।

কৃষি ২য় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন (সৃজনশীল)

সৃজনশীল প্রশ্ন ১ : আরিফ এসএসসি পাস করে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে মৎস্যচাষে কারিগরি শিক্ষা গ্রহণ করেন। তিনি তার বাবার পতিত জমিতে নতুন পুকুর কাটেন এবং পুরনো পুকুরটিতে জলজ আগাছা দূরীকরণের ব্যবস্থা নেন নতুন পুকুরটি আদর্শ পুকুর হিসাবে গড়ে তোলেন এবং মাছ চাষে লাভবান হন।

ক. আদর্শ পুকুর কী?
খ. পুকুরের পাড় ও তলদেশ মেরামত প্রয়োজন কেন?
গ. পুরনো পুকুরে আরিফ কী ব্যবস্থা আদর্শ পুকুর হিসেবে তৈরি করে, বর্ণনা করো।
ঘ. মাছ চাষে লাভের জন্য নতুন পুকুরটি কীভাবে খনন করা প্রয়োজন ব্যাখ্যা কর।

সৃজনশীল প্রশ্ন ২ : আমাদের দেশে এক সময় প্রচুর মাছ পাওয়া যেত। কিন্তু বর্তমানে এর অভাব প্রকটভাবে দেখা দিচ্ছে। সরকার মাছের উৎপাদন বাড়ানোর জন্য নানা রকম ব্যবস্থা গ্রহণ করেছেন। এগুলোর মধ্যে মাছের অভয়াশ্রম গড়ে তোলা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ক. প্লাঙ্কটন কী?
খ. পুকুরের গভীরতা বেশি হওয়া ভালো নয় কেন?
গ. উল্লিখিত সম্পদের উৎপাদন বৃদ্ধিতে সরকারের গৃহীত পদক্ষেপগুলো কী কী? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত পদক্ষেপটির যথার্থতা মূল্যায়ন কর।

সৃজনশীল প্রশ্ন ৩ : মৎস্য কর্মকর্তা হানি সাহেব বাজারে গিয়ে দেখলেন অনেক জেলে ডিমওয়ালা মা মাছ নিয়ে বিক্রির জন্য বসে আছে। তিনি তাদের সবাইকে ডেকে একত্র করে ডিমওয়ালা মাছ মারার কুফল ও ইলিশ প্রজনন ক্ষেত্র সম্পর্কে বললেন। তিনি জেলেদের মৎস্য আইন সম্পর্কে বিস্তারিত বলে তাদের সতর্ক করলেন।

ক. মৎস্য অভয়াশ্রম কী?
খ. ঝুঁকিপূর্ণ চারটি মাছের প্রজাতির নাম লিখ।
গ. জেলেরা মৎস্য সংরক্ষণ আইনের কোন কোন বিধি লঙ্ঘন করেছেন? ব্যাখ্যা করো।
ঘ. মৎস্য কর্মকর্তা মৎস্য সংরক্ষণ আইনের যে দিকগুলো বলে সতর্ক করেছিলেন সেগুলো উল্লেখ করো।

সৃজনশীল প্রশ্ন ৪ : নিজাম উদ্দিন তার ১৫ শতক জমিতে বীজ আলু উৎপাদন করতে চান। এজন্য তিনি কৃষি কর্মকর্তা জনাব রতন মণ্ডলের পরামর্শ চান। কৃষি কর্মকর্তা তাকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে বলেন, “ফসল উৎপাদনে ফসল বীজ খুবই গুরুত্বপূর্ণ।”

ক. ফসটক্সিন কী?
খ. মাছ চাষের পুকুরে চুন প্রয়োগ করা হয় কেন?
গ. নিজাম উদ্দিন তার জমিতে কী ধরনের বীজ ব্যবহার করবেন? ব্যাখ্যা করো।
ঘ. কৃষি কর্মকর্তা রতন মন্ডলের উত্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৫ : অমল সাহা তার এক জমিতে বীজ আলু উৎপাদন করতে চান। এ জন্য তিনি কৃষি কর্মকর্তা জনাব বাবুল করিমের পরামর্শ চান। | কৃষি কর্মকর্তা তাকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে বলেন, “ফসল উৎপাদনে ফসল বীজ খুবই গুরুত্বপূর্ণ।

ক. সুষম খাদ্য কাকে বলে?
খ. কিছু কিছু উদ্ভিদ প্রোলিন উৎপাদন করে কেন? ব্যাখ্যা করো।
গ. অমল সাহা কী ধরনের বীজ ব্যবহার করবেন? ব্যাখ্যা করো।
ঘ. জনাব বাবুল করিমের উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো।

কৃষি ৪র্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন (সৃজনশীল)

সৃজনশীল প্রশ্ন ১ : জামাল সাহেবের ৫০ শতাংশের একটি জমি আছে যেখানে সে সবসময় ধান চাষ করত। এ বছর এ জমিতে তিনি কলা চাষ করার সিদ্ধান্ত নিলেন। এ উদ্দেশ্যে সে সর্বোত্তম মানের কলার চারা রোপণ করলেন। ধানের বদলে কলা চাষ তাকে কতটুকু লাভবান করবে সে ব্যাপারে জামাল কিছুটা চিন্তিত।

ক. তেউড় কী?
খ. কলার মূলগ্রন্থি দিয়ে বংশবিস্তার সম্ভব কিনা- ব্যাখ্যা কর।
গ. জামাল সাহেবের রোপণকৃত কলার চারার বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
ঘ. ধান চাষের চেয়ে কলা চাষ জামাল সাহেবের জন্য লা হবে কিনা যাচাই কর।

সৃজনশীল প্রশ্ন ২ : ফুলপুর উপজেলার কৃষি কর্মকর্তা জমি পরিদর্শনে গিয়ে দেখলেন কিছু পোকা ধানগাছের মাঝ উপায় আক্রমণ করে, কিছু পোকা পাতা ছিদ্র করে খায় এবং কিছু পোকার গা থেকে দুর্গন্ধ বের হয়। এছাড়া তিনি ধানের জমিতে ছত্রাকজনিত ও ভাইরাসজনিত রোগ দেখতে পান।

ক. জিওল মাছ কী?
খ. আনারসের তেউড় ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত পোকার আক্রমণের লক্ষণগুলো বর্ণনা কর।
ঘ. উল্লিখিত রোগ ও পোকা থেকে ফসল রক্ষার পদ্ধতি বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৩ : ইমন তার বসতবাড়ির আঙ্গিনায় ১৫ শতক জমিতে বেগুন চাষের জন্য বিভিন্ন জাত সম্পর্কে জানার পর উত্তরা জাতের বেগুন চাষের সিদ্ধান্ত নিলেন। তিনি সঠিকভাবে জমি প্রস্তুত করে তাতে ৩০ কেজি। ইউরিয়া এবং ১৫ কেজি টিএসপি সার প্রয়োগ করলেন। এরপর দুই সপ্তাহ বয়সের চারা সারি করে ৩০ সেমি দূরে দূরে রোপণ করলেন।

ক. চারা রোপণের কত দিনের মধ্যে বেগুন গাছে ফুল আসে?
খ. উতরা জাত বেছে নেওয়ার কী কারণ থাকতে পারে?
গ. সবজিটির প্রধান শত্রু পোকার ক্ষতির ধরন ও তা সমন পদ্ধতি বর্ণনা কর।
ঘ. সবজিটির চাষ করে ইমন কতটুকু সাফল্য লাভ করতে পারবেন বিশ্লেষণ কর।

সৃজনশীল প্রশ্ন ৪ : কুড়িগ্রামের হারিছ মিয়া তার সবজি ক্ষেতে পুঁইশাক, পালংশাক, কুমড়া, বেগুন, শিম ও লাউশাক করেছেন। ঠিকমতো পরিচর্যা করায় শাকসবজির উৎপাদন খুবই ভালো হল। সবজি বিক্রি করে তিনি অনেক টাকা আয় করেছেন।

ক. ডিম বেগুনের অপর নাম কী?
খ. কীভাবে পাটের আঁশ ছাড়ানো ও পরিষ্কার করা হয়?
গ. হারিছ মিয়া উদ্দীপকের সর্বশেষ সবজিটি কীভাবে চাষ করেছিলেন? বর্ণনা করো।
ঘ. হারিছ মিয়ার চাষকৃত সবজিগুলোর গুরুত্ব বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৫ : কাশেম আলী ধান চাষ করে লাভবান না হওয়ায় কৃষি কর্মকর্তার পরামর্শ মোতাবেক ৫০ শতক উঁচু জমি কলা চাষের জন্য তৈরি করেন। এক্ষেত্রে সঠিক মাত্রায় জৈব ও রাসায়নিক সার প্রয়োগ করেন। অতঃপর পানি ও অন্যান্য সকল পরিচর্যা এবং রক্ষণাবেক্ষণ যথাযথভাবে সম্পন্ন করেন।

ক. কলার কয়েকটি জাতের নাম লেখো।
খ. কলার চারার নির্বাচন কৌশল ব্যাখ্যা করো।
গ. কাশেম আলীর কলা চাষে সার প্রয়োগ পদ্ধতি ও সারের পরিমাণ নির্ণয় করো।
ঘ. কাশেম আলীর উদ্যোগটির লাভবান হওয়ার সম্ভাবনা বিশ্লেষণ করো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button